ভিনগ্রহী পুরুষের ঘ্রাণহীন রাতে
জরায়ুগাত্রে সর্বনাশ ভিন্ন শতাব্দীতে
সন্ধ্যার হলুদ শৈবাল ক্ষয়িষ্ণু উৎস হতে
সংক্ষিপ্ত করেছে বিনিময়টুকু ঈষৎ ইশারাতে
অনন্ত দোয়েলের প্রাণ আঘাতে আঘাতে
মন্ত্রের মতো ভেসে ওঠে নগ্ন অগ্নুৎপাতে
ভিনগ্রহী পুরুষের ঘ্রাণহীন রাতে
জরায়ুগাত্রে সর্বনাশ ভিন্ন শতাব্দীতে
সন্ধ্যার হলুদ শৈবাল ক্ষয়িষ্ণু উৎস হতে
সংক্ষিপ্ত করেছে বিনিময়টুকু ঈষৎ ইশারাতে
অনন্ত দোয়েলের প্রাণ আঘাতে আঘাতে
মন্ত্রের মতো ভেসে ওঠে নগ্ন অগ্নুৎপাতে