প্রকৃতির এই বুক হতে ভাই
শিখতে কতোই পারি,
মায়ের মতো প্রকৃতিও
জ্ঞানের দিশা ধারী।
আঁধার নাশে সূর্য শেখায়
দীপ্ত তেজে জ্বলো,
পাহাড় শেখায় ধৈর্যের পাঠে
নদী বলে চলো।
ঝর্ণাধারা ঝিরিঝিরি
বলে মধুর সুরে ,
অহরহ প্রভুর নামটি
রেখো হৃদয় পুরে।
বাতাস শেখায় বয়ে চলে
জুড়াও শ্রান্ত জনে,
আকাশ শেখায় উদারতা
রাখতে সবার মনে।
মাটি শেখায় সহনশক্তির
বোঝো যদি মানে,
জীবন ভরে সুখের গানে
প্রকৃতির এই দানে।