আসছে জননী সেজেছে বনানী শোভিত কাশের বন,
ফুটেছে নলিনী মেতেছে ধরণী খুশিতে সবার মন।
কি যে অপরূপ শোভা মনোহর যেদিকে তাকানো যায়,
সোনালী রোদের আলো ঝরনার শারদীয় সাজ তায়।
অমল ধবল মেঘবালিকার উল্লাসে ছুটে চলা,
শারদলক্ষ্মী জননীর আসা প্রস্তুতি ষোলো কলা।
শেফালিকা তাই মাতোয়ারা হায় আঙিনায় পড়ে ঝরে,
আসবেন মাতা ধরণীতে, তাঁর চরণ স্পর্শ তরে।
ভাটায়ালি সুরে আগমনী গেয়ে দাঁড় বেয়ে চলে নেয়ে,
ভরা নদী জল করে টলমল শালুক পদ্ম ছেয়ে।
কাশের চামর দোলে আনন্দে মা’র অভিষেক লাগি,
নলিনী খুশিতে দল মেলে রয় দিবস রাত্রি জাগি।