বই আমাদের প্রকৃত বন্ধু
বই জীবন সাথী,
জ্ঞানের আলোয় দেয় ঘুচিয়ে
তমসা্ দিবারাত্রি।
নতুন বইয়ের মনমাতানো সুবাস
হৃদয়ে জাগায় দোলা,
হাজার খুশির রোশনাইতে
মন হয় যে আলা।
বইকে যদি মৌ- ভান্ড বলি
কি বা ক্ষতি তাতে?
ঋদ্ধ হই যে নানান জ্ঞানে
মধুর আস্বাদেতে।
বই আমাদের ধ্রুবতারা হয়ে
দেখায় সত্যের পথ,
বাঁধা–বিপত্তি সব দূর করে
পুরায় মনোরথ।
দেখতে শেখায় অদেখাকে
জানতে শেখায় অজানাকে,
চিনতে শেখায় অচেনাকে
এমনতরো বন্ধু আছে বলো কে?
বই আমাদের আয়না সমান
ঘুচায় ভ্রান্তি বাড়ায় জ্ঞান,
প্রকৃত বন্ধুর কাজটি করে
জীবন মোদের সফলতায় ভরে।