ঘুটঘুটে অন্ধকার কবিতা হেঁটে চলেছে নানা পাণ্ডুলিপিতে,
আজ যেন পাণ্ডুলিপিতে মাতঙ্গ লেগেছে,
অজস্র কবিতারা কোলাহলে ব্যস্ত
সব যেন জীবন যুদ্ধে ব্যর্থতার কাহিনী
থরে থরে সাজানো লিপিতে এক একটি পূর্ণাঙ্গ কবিতা–
সব কবিতা গুলো বলছে আমাকে উদ্ধার কর
মুদ্রণ করো আমাদের নুতন মলাটে
সেখানে জ্বলজ্বল করে উঠুক লেখিকার নাম
সবাই জানুক এক একটি রক্তাক্ত লোমহর্ষক কবিতা
সবার আকুতি শুনে জাপটে ধরে ছাপালাম আকুতি
আজ আকুতির সেরা কবিতা হচ্ছে টেলিফিল্ম
এক ললনা সহমরণে চলেছে মৃত স্বামীর সঙ্গে
আর বর্তমান ব্যস্ত চিতার ছবি সেলফি তুলতে
ভাইরাল হলে প্রচুর ভাললাগার মন্তব্য
হৈ হৈ শব্দ রামমোহন এসেছেন সহমরণ প্রথা বন্ধ করতে
অনেকেরই কথা কানে এল দাঁড়ান দাদু ছবিটি তুলতে দিন
ডুকরে ডুকরে কেঁদে চলেছে পনেরো বছরের তন্বী
সব যদিও গ্লিসারিন লাগিয়ে মকরের কান্না
তারপর বিধবা তন্বীর পুনর্বিবাহ
হ্যানিমুনে কানে ভাসে বৌ কথা কউ পাখির রব
মন ছুটে চলে সুখের কবিতা হতে
তারপর আলোকসজ্জা খিলখিল হাসি
কবিতা আজ সুখানুভূতি পরখ করে এগিয়ে চলেছে
পরিচালক বলে ওঠেন খুব সুন্দর
কাট কাট, শুটিং প্যাক অ্যাপ করো
ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে ।