লজ্জা নিবারণের তরে পোশাক শুধু!
স্লিভলেস টর্ন কিংবা ব্যাকলেস…
ব্যস… পোশাক হলেই হল…
পোশাকের ব্যবহার দেখি মার্জিত সমাজের সকল কর্মে!
পোশাকি ভালোবাসা পোশাকি আবেগ সম্পর্কের পোশাকি নাম…!
পোশাকি রাজনীতি পোশাকি মন পোশাকি দাম্পত্য…!
সম্ভব হলে কখনও পোশাকের আড়াল থেকে বের করে ফেলো দু’চোখ –
পারলে একবার নগ্ন চোখে দেখো দুনিয়াটাকে –
দেখবে জমাট বাঁধা নীল দাগ ধরা সমাজ থেকে হেমলক সোসাইটিকে পৃথক করতে পারছো না তুমি কিছুতেই!