সেই তিন দিন হতে শুধু ভেবেই চলেছি
ভেবেছিলাম পুরোপুরি হারিয়ে গেছে
ভেবেছিলাম আর খুঁজে পাওয়া যাবে না
আজ হঠাৎ করে আবার খুঁজে পেলাম
খুঁজে পাওয়া মাত্রই আনন্দে নেচে উঠলাম
খুঁজে পাওয়া মাত্রই তার চাহিদার গুরুত্ব হারাতে লাগলাম
হাতের কাছে সব গুরুত্বপূর্ণ জিনিস থাকলে বুঝি এমনই হয়
যখন ভেবেছিলাম আর খুঁজে পাওয়া যাবে না
যখন ভেবেছিলাম এখন আমি হব নিরুপায়
তখন যেন নিজেকে মনে হয়েছিল বড়ই অসহায়
এখন খুঁজে পাওয়ার পরে; দিব্যি হাসছি ঘরে
হারিয়ে যাওয়া সম্পত্তি তো পেয়েই গেছি
এখন তবে অত ভাবনা কিসের; এখন তবে অত চিন্তা কিসের ?