নিম গাছে বাসা বাঁধে
পেট রোগা পেত্নী
খেতে বড় ভালোবাসে
তেঁতুলের চাটনি
এমনিতে শান্ত সে
নেই বেশি উৎপাত
কিন্তু সে রাগে যদি
হয়ে পড়ে চিৎপাত
পেট রোগা বলে তাঁর
মনে ভারি দুঃখ
বাসি ভাত মেখে খায়
সাথে থাকে শুক্ত
ভূতেদের বদ্যি
জানিয়েছে স্পষ্ট
মাছ যদি খাও তবে
পেটে হবে কষ্ট
বাকি সব খাবারের
বিরাট সে লিস্টি
সব বাদ দাও যদি
তবে হবে সুস্থ
মনে করে পথ্যটা
তিন বেলা খাওয়া চাই
সব কথা বলেছি যা
ঠিক ঠিক মেনো ভাই
সেই থেকে পেত্নীর
সব খাওয়া বন্ধ
নিরামিষ বাদে তাই
সবেতেই গন্ধ।