জন্ম থেকে শিখছি সবাই
পৃথিবীর এই পাঠশালাতে,
মাতার স্নেহে শিক্ষা শুরু
আনন্দে তাই মনটা মাতে।
পাহাড় শেখায় অটল হতে
আকাশ শেখায় উদারতা
নদী শেখায় বেগে চলা
বৃক্ষ শেখায় দানের কথা।
আমরা সবাই শিক্ষানবিশ
শিক্ষা ধনে লাগলে কাজে,
শিক্ষার আলো ঘুচায় কালো
জগৎ জুড়ে কল্যাণ রাজে।
শিক্ষাকাল তাই সারা জীবন
অবিরত চলতে থাকে,
জ্ঞান প্রদীপের মাখলে আলো
ভুবন জুড়ে কীর্তি রাখে।
এই পৃথিবী জ্ঞানের ভাণ্ডার
শেখার কি আর শেষ আছে ভাই?
চিতায় যাবার আগ অবধি
শিক্ষার্থী সব আমরা যে তাই।