যত বারই খাতা-কলম নিয়ে বসেছি
একটিও শব্দ লিখতে পারিনি।
মৃত্যুপুরীর নিকৃষ্ট ছবি ভেসে উঠছে
চোখের সম্মুখে।
মানুষ তো মরণশীল, তবে এতো হত্যা কেন?
আমি তো বাঁচতে চেয়েছি তোমাদের নিয়ে
আমরা’তো জয় করেছি সুউচ্চ গিরিশৃঙ্গ
করাল সমুদ্র দেশ, ভয়াবহ মৃত্যু ব্যাধি,
মরণ’তো জয় করা যায় না,
অহেতুক প্রাণ হত্যা বন্ধ করা যায় ~
এতো মানব ধর্মের দীক্ষা নয়!
প্রকৃতিকে ব্যস্ত করে তুলনা,
প্রকৃতিকে প্রতিহত করার অস্ত্র পৃথিবীর নেই।
তোমরা সৈনিক থেকে প্রেমিক হয়ে ওঠ,
তোমাদের আত্মজরা এখনো খেলছে, হাসছে
ওদের খেলার মাঠ কেড়ে নিও না।