তুমি এই যে আমার দোষ গুলো দেখছো না
এগুলো আজকের নয়
এগুলো আমার কোন পূর্ব জনমের দোষ
আমার এই যে অভ্যাস গুলো দেখছো না
এগুলো আমার কোন পূর্ব জনমের অভ্যেস
এই যে আমার এত ফল ভোগ বা দুর্ভোগ হচ্ছে
এগুলো সবই হয়তো
আমার পূর্বজনমের কোন অপরাধের ফল স্বরূপ
এইযে সকলের সাথে সংযুক্ত হওয়া
সংযুক্ত হতে হতে আবার বিচ্ছেদ হওয়া
বিচ্ছেদ হওয়ার পরে আবার সবাই এক্কেবারে এলোমেলো হওয়া
এসবই আমার পূর্বজনমের কোন নির্দেশ মতই হচ্ছে।