মলিন ধুলোর পা ডুবিয়ে অস্তপারের রবি,
ডুবছে বেলা সান্ধ্যরাগে আঁকছে রাতের ছবি।
পুবের পারে জ্যোৎস্না-আকাশ মোহনপুরের বাঁশি
হারানো সুরের মূর্ছনা আর ভুবন রাঙা হাসি।
রাত্রি আকাশ, নক্ষত্র মেশা প্রথম প্রেমের আলো;
নেশাতুর রাত সহস্রধারে নিঝুম প্রদীপ জ্বালো।
বহ্নিতাপে শীতল পরশ চোখের কোনায় জল,
তবু বিষাদ পাঁজর খুঁড়ে পায় না খুঁজে তল।