সপ্তম অবতার পুরুষোত্তম রাম
আদর্শ পুরুষ যিনি,
চৌদ্দ বৎসর বনবাসে কাটান
পিতৃসত্য পালনে, তিনি।
সমালোচিত তিনি কবির কলমে
সীতাকে পরিত্যাগ করে,
রঘুপতি রাঘব রাজা রাম
প্রজার কণ্ঠ ভরে।
পুরুষোত্তম রাম পুরুষোত্তম কৃষ্ণ
হরি পুরুষোত্তম দেব,
মর্যাদা পুরুষোত্তম লীলা পুরুষোত্তম
এই কথাটা নেব।
সত্যভঙ্গ রুধিলেন পুত্র রাম
শৃঙ্খলা ধর্ম মেনে,
তাই তিনি মর্যাদা পুরুষ
একথা নিন জেনে।
রামের পূজা মর্যাদা পূজা
আমার মতে মেলে,
আজকের দিনে ভীষণ দরকার
দ্বন্দ্ব দ্বিধা ফেলে।
‘প্রজা সুখে রাজার হিত’
এমন চরিত্রে গড়া,
প্রজাদের নিমিত্ত নির্বাসনে সীতা
আদর্শ রাজাতে ধরা।