পুরুষ মানেই কবিতার পাতা,
ভালো আছি ছেঁড়া পাতায় শব্দ লেখা।
পুরুষ মানেই দায়দায়িত্ব,
বটগাছের শীতল আশ্রয়ে ভরসার হাত বাড়ানো।
পুরুষ তুমি নিঃশব্দে বয়ে চলা অজয় নদী,
বালুচরে বুকে কান্না লুকানো।
পুরুষ তুমিও কবিতার মতোন
কেউ তাঁর খোঁজ নেয় নি কখনও।
পুরুষ মানেই কবিতার পাতা,
ভালো আছি ছেঁড়া পাতায় শব্দ লেখা।
পুরুষ মানেই দায়দায়িত্ব,
বটগাছের শীতল আশ্রয়ে ভরসার হাত বাড়ানো।
পুরুষ তুমি নিঃশব্দে বয়ে চলা অজয় নদী,
বালুচরে বুকে কান্না লুকানো।
পুরুষ তুমিও কবিতার মতোন
কেউ তাঁর খোঁজ নেয় নি কখনও।