তুমি পুরুষ ! তাই তোমার সহ্য ক্ষমতা স্বল্প ,
আমি নারী সর্বংস্বহা ; তোমার-ই জীবনের গল্প ।
সারাদিন যত কাজের মাঝে তুমিই থাকো অগোচরে ,
মধ্যরাতে তুমি যখন সুখ খোঁজো শরীর চিরে ,
সারাদিনের আলুথালু তপ্ত শরীর জ্বরের ঘোরে ,
তবুও তোমার লোলুপ থাবা পুরুষ সুখের যন্ত্র ঘিরে।
নারীর ভার্জিনিটি নিয়ে প্রশ্ন করেছো বারংবার
আজ যদি তোমার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠে কয়েকবার?
যে কটা রাত বাইরে কাটে কাজের অছিলায় ,
তোমার পিঠের আঁচড় আঙুল দেখায় সকল বাহানায় ।
তবুও তুমি পুরুষ মানুষ উচ্চে রাখো শির ,
কুলটা বলে চালাও চাবুক ; ও যে নারী- মূক ও বধির ।
নারী তোমার সুখ সয়না ! সে যে পরিযায়ী ,
চোখের জলেই তোমার শেকড় ব্যাপ্তি অনুযায়ী ।
নারী তোমার রোজনামচা সবার মুখের হাসি ,
নীলকন্ঠী হয়ে জ্বালাও দুঃখ রাশি রাশি ।
পুরুষ তুমি ছন্নছাড়া নারী ব্যতিরেকে ,
তবুও নারী পদপৃষ্ট তুমিই দিগ্বিদিকে ।