পুরুষ শব্দটিতে গাম্ভীর্য, কঠিনতা থাকে লুকিয়ে,
পুরুষ মানের রাশভারী বাবা
পুরুষ মানেই শাসন করা দাদা
অনেক বকাঝকা করা।
পুরুষ মানেই দুরন্ত প্রেমিক
কিন্তু কঠিন,
কি যে চায় সে নিজেও জানে না সঠিক।
তবুও পুরুষদের একটা সুন্দর মন আছে।
দুঃখ আছে কষ্ট আছে।
ওই যে পুরুষ তকমা লাগনো
তোমাদের না কি কাঁদতে নেই!
দুঃখ গুলো প্রকাশ করতে নেই!
নিয়ম যেন অকারণেই বাঁধা।
অনেক টা যেন নারকোল এর মালা!
বাইরের আবরণে শক্ত বেশি
ভেতরে সুন্দর নরম বেশি।
এই ভাবেই আগলে রেখো সংসার জগতকে।
বটবৃক্ষের স্নেহের ছায়াতে।
কখনো প্রেমিক বা বন্ধু বেশে।
নারী পুরুষ নয়তো কেউ ছোট বড়ো।
নিয়ম তো আমরা গড়ি, প্রয়োজনে সেই নিয়ম আমরাই ভাঙি!
অনাদি আদিকাল হতে নারী পুরুষ একে অপরের পরিপূরক।
রাধা-কৃষ্ণ রূপে ধরাধামে পুজিত অর্ধনারীশ্বর!!