কেন যে মাখালে মনে মোমের প্রতিভা
নিভু নিভু নাভিমূলে জ্বলে ওঠে যযাতি আগুন
আমার মুক্ত মনের মান্দাস পোড়ে সংশয়ী স্রোতে
তোমার দৃষ্টিছায়া ছাদহীন বৈশাখে
শ্রাবণের ছাতা হতে পারে
তোমার খনিজ ইচ্ছা আঁধারের তর্জনী ফুঁড়ে
ঝিকমিক রেলরীলে আমাকেই পুতুলের পরিধি পরায়
মৃগয়ায় মজে আছো মগজ শিকারী
দখল করেছো শব্দ ভাবনার সব অভিধান
আবেগের বীজবনে যা-ই বুনি
তোমারই কবিতার প্রতিলিপি পাতা হয়ে যায়