পৃথিবীতে বেঁচে আছি তোমার মায়ার ডোরে
দুঃখ যাবে কেটে প্রভু সুখটি আসবে ভোরে।
ভালোবাসার খেলায় প্রভু আপন সুরে থাকি
দুখসাগরে ভেসে বেড়াই তোমার নামটি রাখি।
সংসারেতে কাজের মাঝে চলতে কাঁটা লাগে
একটি করে কাঁটা তুলতে চিত্ত সদা জাগে।
স্বামী স্ত্রীর মধুর বন্ধন সংসারেতে আগে
বাকি সবের সম্পর্কের দাবী পিছে ভাগে।
দায় দায়িত্ব সবার আগে নিয়ম মেনে চলো
সুখ দুঃখ তারই মাঝে মানা মানির কথা বল।
মেনে যদি চলতে পারো, সংসার হবে সুখের
প্রতি পদে বাধা বিপদ, না পারলে দুঃখের।
বিনি সুতোর বাঁধন বেঁধে সংসারেতে ভেসে
আঁকড়ে ধরে মায়ার বন্ধন সাগর জলে হেসে।
তোমার নামের মালা জপে পার হবো যে আমি
সংসার সাগর সুখের হবে তোমার নামে স্বামী।
ত্রুটি কসুর শুধরে নিয়ে চলার পথটি ধরবো
একটি বারে না পারলে দুই বারেতে করবো।
ধরায় জন্ম পরের তরে দানে ধ্যান ধরো
প্রভু সহায় ভালো কাজে পুণ্য তবে করো।