পুজোর দিনে দাদা চীনে
চাকরি করতে গেলো
আমি ভাবি কোথায় খাবি
সবাই কষ্ট পেলো।
পুজো মানে সবাই জানে
কাজের থেকে ছুটি,
বড় মামা দেবে জামা
খাব টুটি ফ্রুটি।
মেজ মামা ধামা ধামা
মিষ্টি কিনে আনে,
বাবা বলে এসো গলে
ভালো মিষ্টি জানে।
পুজো মানে বলছি কানে
কত কিছু বাহার।
অনেক রান্না পাচ্ছে কান্না
সুস্বাদু সব আহার
পুজোর গানে মন টা টানে
আনন্দতে বাঁচি,
হৈচৈ শুরু নাচে গুরু
নাচে দেখি চাচি।
দাদা বলে মাথা টলে
হাতে ছিল টাকা,
কখনো চ্যাঙ কখনো ব্যাঙ
খেতে গিয়ে ফাঁকা।
চীনে এসে গেছি ভেসে
কেঁচো ভাজা খাব,
সবাই মিলে খাচ্ছি গিলে
বাড়ি চলে যাব।
মায়ের কথা ভেবে ব্যথা
মনে যখন পড়ে,
বাড়ি গিয়ে করব বিয়ে
থাকব এবার ঘরে।