পুজো এলো পুজো এলো
বাজছে ঢাকের বাদ্য,
আজকে আমার লাগছে যেন
সবকিছুতেই পদ্য।
আকাশ পানে, বারে বারে
তাকাই আমি অন্যমনে,
দেখি,সাদা মেঘের ভেলা
ছুটছে সারাবেলা।
ভাসিয়ে দেব পানসি খানা
যেমনি এলো মনে;
— বলি কেমনে!
ঝাঁকে ঝাঁকে পাখিরা সব
বাঁধিয়ে দিল কলরব।
বলছে ওরা; চল না ছুটে
কাশের বনে পরবো লুটে!
শিউলি ফুলের সুবাস মেখে
বাতাস কেমন আছে মেতে।
ভাবতে গিয়ে এলোমেলো
মনটা কেমন উদাস হলো।
ছিল যত স্মৃতির বাস
উঁকি দিচ্ছে আজ!
হারিয়ে যাবার ক্ষণে
কবেকার সেই দিনে
আঁচল খানি ছিল ভরা
শিউলি ফুলে ভারা ভারা।
অঞ্জলী দেবো মায়ের পায়ে
রেখেছিলাম ডালি ভরে!
দিলাম সব উজার করে
আশিস খানি দিও শির ‘পরে।