কুমারী মেয়ের মাতা ভয়ে ভয়ে থাকে
কখন বিপদ ঘটে,
ইস্কুল যাবার পথে সাথে সাথে চলে
পাহারায় থাকে বটে।
কুঞ্চিত কুন্তল রাশি চোখের ওপরে
দুষ্টু মিষ্টি করে খেলা,
আলতো হাতের ছোঁয়া সরায় যতনে
মুখে রবি করে মেলা।
পথের ধারে তরুণ তাকিয়ে বিস্ময়ে
রূপসী সুন্দরী মেয়ে,
ডানা কাটা পরি সাজে চলেছে কোথায়
সারা পথে আলো ছেয়ে।
কালিদাসের কবিতা শোনায় মুখস্থ
মেয়ের অধরে রেখা,
মাতারানি কহে ডাকি বিদ্যালয়ে যাও
লেখা পড়া আগে শেখা।
কত বর্ষ গেল চলি চক্ষু খানি খোঁজে
পত্র জমে তাড়া তাড়া,
কড়া খানি ওঠে বাজি ত্বরিত চরণে
দেখে ছেলে আছে খাড়া।