দেখে শুনে ঘেন্না আসে
সরে যাই দূর
লিখতে গিয়ে কাঁপি ত্রাসে
বানায় মজদূর।
টাকার খেলায় নষ্ট বেলা
সংসার ওঠে লাটে
আজ বুঝেছি ছেলেখেলা
ব্যবসাদারির হাটে।
বাটে,বাটে কপাল ফাটে
দুর্দিনে সঙ্গী নেই কেহ
কাছা তুলে কেউবা ছোটে
সুযোগী করে হেয়।
কে স্বজন কে কূজন
দিশাহীন গোলক ধাঁধা
টাকা দিয়ে হচ্ছে ওজন
এগোতে গেলেই বাধা।।