একদিন খুঁজে পাবে
একে একে সব ক’জনাকে,
যে নামে থাকুক,
ছত্রের মেলায় কিংবা
পাকদণ্ডী চড়াই-এর পথে
শুন্য-সিদ্ধি-ধ্যানস্থ তীর্থের।
কেউ তারা চেনা নয়।
তবু মনে হবে
জীবনের বহু লেনদেন
কবে থেকে হয়ে বুঝি আছে।
কোন খাজাঞ্চির খাতা
টুকে রেখে দিয়েছেও সব।
বারে বারে দেখা শুধু
এ প্রাণের পরীক্ষা, উৎসব।
একজন কোথায় মেলায়
শুধু বুঝি রেজগি ভাঙায়।
পরিপূর্ণ হৃদয়ের দাম
খুচরােয় খণ্ড খণ্ড করে
তুলে দেয় হাতে।
কিছু বা চলে না, কিছু
ক্ষয়ে ক্ষয়ে হয় অপচয়।
হৃদয় ভাঙাতে এসে
নিয়ে যাবে সংশয় ও ভয়।
বোঝা যে নেবেও তাকে
হয়ত চটিতে কোনাে পাবে।
পথ সে দেখাবে,
– নিশ্বাস – ফুরিয়ে – আসা
বিরূপাক্ষ শিলারূঢ় পথে
অরণ্য-নিষেধ তােলা।
কখনাে বা ভুলে
মেঘ-মায়া বিজড়িত
অতর্কিত অতল খাড়াই।
কে জানে কোথায় পাবে
আর সে জনারে!
এই সােজা সড়কেই যেতে পার ফেলে।
একবার দুটি চোখ মেলে
কুতূহলে হয়ত চাবে সে।
তারপর ভিড় অগণন।
চিনবে কি, চিনবে কি মন?