এমন কোনও পন্থা হয়, যেখানে তুমি ঠিক?
দাঁড়িয়ে ছিলে ফিরবে ব’লে, হারিয়ে গেছে দিক।
সকাল থেকে মুষলধার, বিষাদবর্বর
ফেরার কথা ভুলিয়ে দিল, যাদের ছিল ঘর
দিনের নাম বদলে দেয় পাহাড়সৈনিক –
এমন কোনও পন্থা হয়, যেখানে তুমি ঠিক?
কে যাবে ওই সন্ধেপারে, গরজে ঘনঘটায়
শুকিয়ে আসে গাছের মন, রাখালে প্রেম রটায়…
মেঘেরা আর কিছুই নয়, আকাশকরণিক
এমন কোনও পন্থা হয়, যেখানে তুমি ঠিক?
এখানে পথ আগন্তুক, পান্থবিয়োনী
পানীয়রং বাতাসে মুখ আন্তনিওনি’র…
কিছুটা তার ভ্রান্তি বটে। কিছুটা কাব্যিক।
এমন কোনও পন্থা নেই, যেখানে তুমি ঠিক।