সৃষ্টির যন্ত্রণা পাঠ শেষ হলে প্রতীক্ষায় থেকো,
লাঙলের ঝকঝকে ফলায় উদ্ভাসিত হবে ফসল সুখ,
পূর্ণরূপ আলোয় গোলা ভরে যাবে ভবিষ্যতের সঞ্চয়,
নিরিখে করে নিতে হবে জন্মশোধের কুন্ডলী …….
নৈবেদ্য সাজাই স্তূপীকৃত ইচ্ছের তাগিদে,
পছন্দের অর্ঘ্য নিবেদন করি দেবতার সর্বজান্তা মনে,
জোয়ার ভাটা উহ্য রেখেই বসত সাজাই তটে,
বেদনার বালুচরে রেখে যায় চিহ্ন স্মৃতির গোধূলিতে……
কাঠামোতে ধরেছে ঘুণ অবহেলার দীর্ঘ ছায়ায়,
নীল অবসাদে ভরে আছে প্রান্তিক বেলা,
এসো, খুঁজি চলো, সমুদ্রমন্থনের অমৃত ধারা,
লেখা হোক আগামীর সৃষ্টির সাবলীল স্বরলিপি………..
আজন্ম পাঠ চলে জন্মান্তরের বৃত্তান্তে, আত্মতৃপ্তির লালিত পাপ ঋণী করে অস্তাচলের শেষ দৃশ্যআলো অবধি…………।