এখনও অপেক্ষার দোরে করাঘাত করি,
ঘনায়মান বিপর্যয়,যেন –
চক্রব্যূহে আবদ্ধ,দাবানল সব সর্বাঙ্গ জ্বালায়।
তরনিখানি অসহায় এ ভয়ঙ্কর ঘূর্ণাবর্তে,
তবুও চিন্তন শবসাধনায় এ মহাশ্মশানে।
জীবনক্ষেত্রে অশ্রুরাশি মহাবেগে নির্গত –
ব্যর্থতায় নিমর্জিত ক্ষমতাহীন পুরুষাকার।
একবার তুমিই তর্জনী তোল তনুজা-
মেঘবর্ণে বিরাজিত ক্ষীণ,দুদিনের অন্ধমোহ তপ্তকাঞ্চন বর্ণ।
এখনও দিবনিদ্রায় অচেতন যুদ্ধক্ষেত্রে গোবরগণেশ,
জুগুনসাহীন বৃথা নয়নে স্বপন জলধরপটলে,
চিন্তন সময় হলো জলবিম্বে চিত্তশুদ্ধির।
আর কবে হবে উপলুব্ধ জীবন চক্রে, তোলে পাঞ্চজন্য মহারব?