পাগলিটাও আজ মা হয়েছে ! কেমন করে ?
প্রশ্ন শুনে মানবতা মুখ লুকিয়ে হাসে !
ফুটপাথের ওই কোণমোচরে একলাই তার বাস ।
ছেঁড়া জামা-ঝাঁকড়া চুলে পথের ধূলো গায়ে মাখে ।
একদিন বেশ রাতের বেলা কতকগুলো ছেলে
স্টেশন মোড়ে , তাস পিটছিলো বসে ।
হঠাৎ করে পাগলি দেখে নেশার ঘোরে
ওদের কাম উঠলো জেগে ।
চার জনেতে খুবলে খেলো ধূলোয় মাখা শরীর !
অবুঝ মেয়ে যোনির ব্যথায় কুঁকড়ে কেঁদে মরে ।
দিনের পরে দিন চলে যায় , মাসের পরে মাস ;
ভেল্কিবাজি যৌবন নেশায় পাগলি বলি আজ ।
তার জঠরে ছোট্ট শিশু বাড়ছে অযতনে !
কতো নারী সন্তান চেয়ে মরছে মাথা খুঁড়ে ,
আর এই পাগলি নির্বিকার তার শারীরিক পরিবর্তনে ।
খিদের জ্বালায় গোগ্রাসে খায় আস্তাকুঁড়ের খাবার ,
এমনি করেই সময় আসে প্রসব যন্ত্রণার ।
ফুটপাতেতেই জন্ম নিল ছোট্ট রাজকুমার ।
পাগলিটাও আজ মা হয়েছে উগ্র সামাজিকতায়
গুমরে কাঁদে মানবতার লোলুপ হাহাকার ।।