জগত মাঝে পাগল সবাই
স্বার্থ বুদ্ধি ছলে,
পাগল নাকি ! বললে গো তাই
রাগ করলে কি চলে?
বিষয় পাগল আছে অনেক
ধনের মোহ তরে,
পাবার নেশায় মত্ত হয়ে
অনৈতিক কাজ করে।
কেউবা পাগল হয় ক্ষমতার
করবে সে রাজ সবে,
হিংসা বিদ্বেষ লড়াই করেই
কাটায় জীবন ভবে।
প্রেমিক তরে প্রেমিকা হয়
পাগল হৃদি মনে,
প্রেমিক সেও পাগল পরান
মিলবে দোঁহে সনে।
হতাশাতে পাগল হয়ে
থাকে উদাস চেয়ে,
এমন অনেক পাগল এখন
ধরায় গেছে ছেয়ে।