যে মূহূর্তে তোমাকে চেয়েছি, ভস্ম হয়ে গেছে আমার অঙ্কুশ
তবে কি তোমার থেকে আমাকেও দূরে সরে যেতে হবে শূন্য
ট্রামে করে, যদি দেখি আমার পাশেই বসে আছে গুজরাতি
দীনদুঃখীরা, ‘ভাই’ বলে জড়িয়ে ধরব তাদের দু’হাত?
চক্ষুষ্মান বলে আমি তোমার অর্ধেক দেখি যারা কানা
তারা দেখে নিয়ন, আলেয়া, বিছে, কাঁকড়ার উত্থানপতন
কানার ত্রিমুখী ক্রোধ ফুলের ভেতর রাত্রে করল মৈথুন।
শেষ হয়ে যাবে তোর রূপ যদি অন্য বিছানায় গিয়ে শুস
আমাকে অভুক্ত রেখে,—রাত্রিকালে অশ্বডাক আবার শুনল
নদীর দু’ধারে যারা, তাদের খেলার ট্রেন, আজ রাতারাতি
গলি থেকে ছুটে গেল হিরের খনিতে, চাঁদে—যেখানে কিরাত
ধনুক যোজনা করে দেখে ক্রোশ ক্রোশ দূরে গরুড়ের ডানা
নিমেষে মিলিয়ে গেল মেঘে। তবে জলহীন মীনের মতন
চেয়েছি তোমাকে? পাখি ও বানর নিয়ে ঘুরি, হয়েছি ক্লাউন?