গির অরণ্যে সভা চলে
হবে পশুরাজের বিয়ে
সিংহী দেখি বেজায় খুশি
উলু দিচ্ছে বনের টিয়ে।
সকাল থেকে হলুদ বাটা
হলুদ সিংহীর বাড়ি আসে
সবাই মিলে মাখামাখি
শিয়াল তাই না দেখে হাসে।
বরযাত্রীরা দুপুর দুপুর
সবাই আসে কনের বাড়ি
সিংহী তখন কেশর ধুয়ে
জড়াচ্ছে যে গায়ে শাড়ি।
হাতি ভায়া নাচে দেখি
হনুমানের কোমর ধরে
বনমানুষ হাততালি দেয়
জলতরঙ্গ বাজায় বরে।
নাচানাচি মালাবদল
শুভদৃষ্টি হবার পরে
ছাগল কেটে ভুরিভোজন
সিংহ -সিংহী বাসর ঘরে।