অস্থিরতার দু এক পশলা বড্ড ভাবুক,
সীমারেখা পেরিয়ে খোঁজে বাঁচার রসদ,
বৃত্ত ভরে আছে কোণঠাসা আঁধারে,
চিরস্থায়ী ক্ষয়ে উবে গেছে হাহাকার,
ইচ্ছেডানার উড়ানে পেঁচিয়ে ধরে জড়দ্গব নিঃশ্বাস।
তবু দানা বাঁধে কিছু মগ্ন বিলাস,
বন্ধ্যা প্রহর সাজিয়ে রাখে অলৌকিক ঝাড়বাতি,
খেসারতের মূল্যহীন আলোয় কাঁপে নিভু নিভু আঁচ,
নোনা দেয়ালে উঁকি মারে স্যাঁতস্যাঁতে বিশ্বাস,
সমীক্ষায় বিন্দুমাত্র সায় নেই তেজারতি নিঃশ্বাসের……..
মনখারাপের ঘর জুড়ে ফিসফিস আর্তনাদ,
রোজ চিলেকোঠা ছুঁয়ে পালিয়ে যায় রোদ্দুর,
দহনের বেগতিক বেদম প্রদাহে ঝলসে উঠুক প্রতিটি প্রান্ত,
মনখাঁচার পাখি যাবে উড়ে মুক্তির আবেশ আলোয়,
অস্থিরতা আজ ভেসেই যাবে দু এক পশলা সুখধারায়..