পিচবোর্ড ব্যাগে নিয়ে বুট জুতো প’রে
ইস্কুল যায় খোকা মা নেই ঘরে ।
ব্যাগ আছে মা’র হাতে,মুখ কাঁচু মাচু
পরীক্ষা দেবে খোকা,হাসি মুখে পাঁচু ।
মা’র খুব চিন্তা,কি যে হবে আজ !
উত্তর পারবে তো,ভুলে গেছে কাজ ।
আগোছালো থাক ঘর,পরীক্ষা আগে
ইংলিশে খোকা স্ট্রং,ভুল করে ভাগে ।
রাস্তায় চলে মা,মনে প্রার্থনা
খোকা যেন ফার্স্ট হয়,করো হে করুণা ।
ব্যাগ নিয়ে হলে যায়,খোকা নেচে নেচে
মা’র বুক দুরুদুরু,টেনশনে হেঁচে !
পরীক্ষা শুরু হয়,খোকা দেয় মন
ঈশ্বর স্মরণে,মা অণুক্ষণ ।
বেল পড়ে পরীক্ষা,শেষ হয় সাথে
খোকা যে বেরিয়ে আসে,প্রশ্নটা হাতে ।
বাড়ী ফেরবার পথে,অ্যানসার পালা
ভুলভাল বলে খোকা,শুরু মা’র জ্বালা !
ফার্স্ট তো হবে না সে,বুবলুটা ফার্স্ট
ওর মা’র ভারী মজা,গর্বিত মাস্ট ।
দুমদাম কিছু কিল,খোকাটার পিঠে
কিছু তো বোঝে না খোকা ,গায়ে কালশিটে !
পরীক্ষা ছিল কার ?মা’র না খোকার ?
বোঝা তো গেল না ঠিক আমরা বোকা !