কয়েক কোটি রাত
পেরিয়ে তোমার কাছে এসেছি
সাহস জড়ো করতে
সময় লাগে যে
বন্ধ দরজা ইশারায় ভেঙে
এসেছি তোমার শীতল বুকে
কামড় দিয়েছি ডান কানে
চুম্বনের পর চুম্বন গেঁথে
যখন ইমারত গড়া প্রায় শেষ
চোখ খুলে দেখি
গোটা পৃথিবী জুড়ে
তাস ছেটানো রয়েছে
কয়েক কোটি রাত
পেরিয়ে তোমার কাছে এসেছি
সাহস জড়ো করতে
সময় লাগে যে
বন্ধ দরজা ইশারায় ভেঙে
এসেছি তোমার শীতল বুকে
কামড় দিয়েছি ডান কানে
চুম্বনের পর চুম্বন গেঁথে
যখন ইমারত গড়া প্রায় শেষ
চোখ খুলে দেখি
গোটা পৃথিবী জুড়ে
তাস ছেটানো রয়েছে