পরিশ্রমকে সাথে রেখে
কর্ম যারা করে,
জীবন পথে সুখের রথে
তাঁরাই সদা চড়ে।
ভাগ্য তাঁহার যোগায় আহার
পরিশ্রমের ফলে,
লক্ষ্মী তাঁকে কৃপা রাখে
কর্মযোগী বলে।
সমাজ মাঝে লোকের কাছে
সম্মানটা সে লভে,
ভালো কাজে থাকলে রাজে
সুযশটা রয় ভবে।
কর্মে মতি আনে গতি
ইচ্ছাশক্তির মূলে,
একাগ্রতায় ধৈর্য নিষ্ঠায়
জীবন সুখের কুলে।
শতেক ঘায়ে জীবন নায়ে
ভাসলে কর্মের ভেলা,
সুখ পরশে মন হরষে
কাটবে জীবন বেলা।