কথায় বলে – দুঃখ মানুষকে সঙ্ঘবদ্ধ করে
আর সুখ ব্যবধান বাড়িয়ে দেয়,
শুষ্কতার ঘাতে একদিন ক্ষয়ে যায় বিষাদের গিরি,
বিক্ষোভ-বিক্ষুব্ধ ঝড়ের দুনিয়াতে যেখানে
মরীচিকা-মরুদ্যান সহবাস করে
কত স্বপ্ন ভাঙ্গে আর গড়ে
ভয়ংকর গোপন দাঁত-নখে ভরা সর্পিল পথে,
দাবানলে অরণ্য জ্বলুক বা না জ্বলুক
ক্ষতির ক্ষতে কর্কটের মত বাসা বেঁধেছে ঘুন পোকারা,
লাঞ্ছিত স্বপ্ন আর স্পর্ধিত আঘাতে
জ্বলন্ত অগ্নিকুন্ডের নির্গত লাভাগুলো কিলবিল করে
সর্বগ্রাসী শোষণের শোষিত-অত্যাচারিত-অভুক্ত পৃথিবীতে,
ফুটপাতের অন্ধ গলিতে বেড়ে ওঠা
একঝাঁক দ্বিজাতি তত্ত্বের মিথ্যা বেসাতিকে
স্বার্থন্বেষী সাম্রাজ্যের বন্দী শেলে আটকে,
নিষ্প্রভ রাতের কানামাছি খেলার ঝটকা টানে
ব্যথাতুর পৃথিবী অন্তিম ঊষার অস্ফুট আলোয়
তার পাশবিক স্তব্ধতা ভেঙে বিদ্রোহী হাওয়ায় সরব হয়,
কল্পনা আর বাস্তবের মাঝে দুর্বার প্রাচীর তুলে
রিক্ত জয়টীকার ললাট ছুঁয়ে
অমীমাংসিত ব্রহ্মাণ্ড হতে
সৌন্দর্যহীন নিষ্ঠুর নির্মম চৈত্রের রাজপথে
সাজাতে সংসার
জ্বালাতে সংসার
সকল প্রতিকূলতা কাটিয়ে নেমে আসে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে
জড়াতে শাশ্বত শান্তির বন্ধনে।