আমার মুখে তোমার কথা বসিয়ে দেওয়ার প্রবণতা-
এখনও চলছে,ভাবছি অবাক বিস্ময়ে কি তার সার্থকতা !
অভাব তোমায় করেনি কাবু তবু মনেতে ভীষণ গরল,
অন্যের সুখে ঈর্ষার কারণে মন তোমার সদাই চঞ্চল।
তোমার অভ্যন্তরে দেখো নীরবে বাড়ছে আগামী প্রজন্ম,
তোমার সংস্কৃতিই জারিত হবে লালন করেছ যা আজন্ম।
থাকতে সময় নিজের পরিবর্তনে আনো সুসাম্য,
অন্যথায় তোমার সন্তানও শিখবে এমনই বৈষম্য।
তোমার কীর্তি বুমেরাং হয়ে তোমাকেই করবে আঘাত,
ভাবী বিচ্ছেদ ব্যথায় হবেই কাতর এড়াবে কি করে সংঘাত?
তবু রইলো শুভাকাঙ্ক্ষা ভালো থেকো চিন্তনে মননে,
সদাচার আর সদবুদ্ধি আসুক তোমার অমৃত যাপনে।।