ঘিরে আছে বৃক্ষ বৃষ্টি হাত ধরাধরি
আমি কি মরুর তাপে পুড়ে যেতে পারি !
এখনও আঁকড়ে মাটি শস্য শাবক
দীক্ষা নেবো টানগুরু , মৃত্যু দেবো পাড়ি ।
ডাকছে নৌকা নদী , জাহাজ বন্দরে
কীভাবে বিচ্ছিন্ন হবো বাদুড় কন্দরে !
পর্বতের মনে আছে পাথরের শ্রম
আমি কি ভুলতে পারি নাভির আশ্রম !
সমুদ্রের প্রসব স্পর্শে সূর্য নতুন
কীভাবে পুরোনো হবো , যতই বকুন ।
আসলে আশার দৃশ্য ফলে আছে থরে
পরাজয়ে রাজি নই , অনির্বাণ ঝড়ে ।