ধাপে ধাপে উঠি যত সময়ের সঙ্গে
দেখি বারবার নামি সিঁড়ি ভাঙা অঙ্কে..
এগোই কিছুটা যেই পিছনেতে লাগে টান
বামেতে হলে সফল অসফল হয় ডান…
ঠিক ঠিক পা ফেলি দেখি যেন নির্ভুল
চুলচেরা জরীপে দেখি যে সবটা ভুল
সাদাসিধে বুদ্ধিরা বসে চুপ স্থির..!
মগজের ঘূণপোকা তবু কেন অস্থির?
দৌড়ের ময়দানে শুনি ধ্বনি ‘জয় জয়’!
জোড়াতালি এ জীবনে হাসে শুধু পরাজয়।