শীতের শেষে বসন্তের হাতছানি
আমের মুকুল মিষ্টি কুহু ধ্বনি
পলাশের আগুন রাঙায় বনে বনে
আগুনের পরশমণি দোলে প্রাণে
এ জীবন পোড়ে দহন দানে
সর্বনাশ যেন প্রকৃতির টানে
রঙের ছোঁয়ায় বেসামাল সোহাগ
তানপুরায় বাজে ইমন বেহাগ।
শীতের শেষে বসন্তের হাতছানি
আমের মুকুল মিষ্টি কুহু ধ্বনি
পলাশের আগুন রাঙায় বনে বনে
আগুনের পরশমণি দোলে প্রাণে
এ জীবন পোড়ে দহন দানে
সর্বনাশ যেন প্রকৃতির টানে
রঙের ছোঁয়ায় বেসামাল সোহাগ
তানপুরায় বাজে ইমন বেহাগ।