পার্থিব সুখ মায়ার বাঁধনে মোহরূপে অনুভব,
পাকে পাকে ঘেরে শঙ্খ মিথুন লালসার কলরব।
সম্পর্কের ভেতর সুপ্ত স্নেহ মায়া ভালোবাসা,
প্রপঞ্চময় জগত জীবনে শুধুই জাগায় আশা।
জাগতিক সুখে মায়ার বাঁধন খুঁজে ফিরি অহরহ,
প্রকৃত সুখের উৎস পাই না অন্তর মাঝে দাহ।
জাগতিক সুখ কেবল ছলনা মায়ার আস্তরণে,
প্রকৃত সুখের অনুভূতি টুকু আছে বিমোহিত মনে।
উন্মুখ হয়ে পদ্মকোরক আলোর স্পর্শ চায়
উদ্বেল হয়ে আমরাও সেই সুখের প্রতীক্ষায়।
জীবনের পথে পদে পদে যত অবিদ্যা নির্গুণে
ঐশ্বরিক প্রেম চিনে নিতে হয় উপলব্ধির গুণে।
স্বচ্ছ জলেই পিপাসা মিটায় পিপাসার্ত যে জন
পরমাত্মার সঙ্গে যে তার মিলনের বন্ধন।
আত্মজ্ঞানীর পিপাসা মেটাবে সত্য স্বরূপ জ্ঞানে ,
দিব্যবিভায় শান্তি সুখের আশ্বাস পাবে মনে।
এ দেহ যদি গো মন্দির হয়, হৃদয়েতে ঈশ্বর
সকল জীবের প্রাণের আলোয় জীবন পরাৎপর।
সত্ত্বা জুড়েই পরম সুখের অনুভূতি পাবে প্রাণে,
জীবাত্মা সাথে পরমাত্মার মিলনের স্পন্দনে