এই নাম-যশ-খ্যাতি, সবই পয়সা দিয়ে কেনা ।
পকেট ফাঁকা হলে পরে, অস্তিত্বকে যায় চেনা ।
এখন সভাপতি হবার জন্য কত ডাকাডাকি ।
অথচ ঐ অনাথের হাতে ,
কেউ পারলো না ভাতৃত্বের রাখী ।
এমনই হবে আমার সাথে ,
পকেট যখন হবে গড়ের মাঠ ।
ভিখারী যখন হবে এই বড়ো লাট ।
ভাত ছড়ালে আসে কাক ,
আমরা সবাই জানি ।
থাকলে টাকা পড়ে টাক ,
বাঁদীও হয় রানী ।
খেলারে ভাই খেলা এটা ,
সবই টাকার খেলা ।
স্বার্থ নিয়ে গড়াপেটা ,
চলছে সারা বেলা ।