হিমালয় দুহিতা পদ্মা প্রমত্তা যৌবনা,
এ কূল ভেঙ্গে ও কূল গড়ো থামতে জানো না।
বাংলা মায়ের স্নেহধন্যা কন্যারূপী তুমি,
অতুল তোমার রূপ রাশিতে ধন্য বঙ্গের ভূমি।
তোমায় নিয়ে স্বপ্ন সাজে শেখ হাসিনার মনে,
বিশ্ব সেরা অবাক সেতু গড়বে পূণ্যক্ষণে।
ছয় দশমিক পনেরো কিলো নাকি তোমার অবস্থান,
সবার আশা রাখবে তুমি অসীম অবদান।
দীর্ঘ ন’টি বছর লাগলো সেতু নির্মাণ কাজে,
বেয়াল্লিশ পিলার আর একচল্লিশ স্পানে সাজে।
অভূতপূর্ব দক্ষতায় নিরলস শ্রমিক দলে,
স্বপ্নের পদ্মা সেতু গড়ে শ্রমের ফলে।
পদ্মাসেতু তোমায় ঘিরে স্বপ্ন সাজে মনে,
উন্নয়ণের আনবে জোয়ার তুমি অর্থায়নে।
দেশের অর্থনীতি যবে বিস্তার লাভ করে,
কর্মসংস্থান,শিল্পবানিজ্যে জীবন সুখে ভরে।
বিশ্বজুড়ে মত সেতু আছে বিদ্যমান,
সবার সেরা হয়ে নিলে একশো বাইশে স্থান।
নজিরবিহীন দৃষ্টান্ত যে বাঙালি এবার রাখে,
বিশ হাজার দুশো ফুট সেতু গড়ে সুযশ গায়ে মাখে।
বাহাত্তর ফুট চওড়া সড়ক তোমার উপর সাজে,
নিচে গাড়ি,রেললাইন বিস্ময়েতে রাজে।
একত্রিশ হাজার কোটি টাকায় তোমায় গড়েন যিনি,
বঙ্গবন্ধু শেখ মুজিবের গর্বিতা কন্যা তিনি।
বিশ্ব ইতিহাসে শেখ হাসিনা নামটি থাকবে সোনার অক্ষরে,
ভালোবাসা শ্রদ্ধায় চিরবরেণ্যা রবেন সবার অন্তরে।
পদ্মাসেতু,তুমি যেগো তাঁর স্বপ্নের নাম,
তোমার সাথে স্মরণীয় রবে স্বাধীন বাংলা ধাম।