ফেলে আসা পথে ঝরা বকুলেরা হাসে
রাখালিয়া বাঁশী তোলে মরফিয়া সুর
অজান্তে শুধু ভেসে চলি বহুদূর
বাঁচার লড়াই রক্তসাগরে ভাসে।
ভালোবাসা যেন নির্মম গিলোটিন
তপ্তপ্রহরে আর্তনাদের বাণী
ভবপারাবারে চলে যত কানাকানি
ক্লান্ত সমীরে রচি জনমের ঋণ।
ছন্দগুলো বৃষ্টিফোটার মত
জলের বুকে আল্পনা যায় এঁকে
মধ্যপ্রবাহে চলে নদী এঁকেবেঁকে
আরশীনগরে জমা বেদনার ক্ষত।
হৃদয়যন্ত্রে জলতরঙ্গ বাজে
মেঘবালকেরা ছুঁয়ে যায় অগোচরে
কম্পিত শিখা নত বৈশাখী ঝড়ে
মায়াবী আঁধারে সেজেছে দগ্ধ সাজে।
গরলের বুকে অমৃতসম আঁচে
স্বপ্নপাখিরা এলোমেলো যায় উড়ে
ছিন্নবীণার ভৈরবী সুরে সুরে
গান রচে যাই পথের আনাচে-কানাচে।
ছিন্নডোরে দূরাগত আলেয়া
খিলখিল তবু হেসে চলে জলপরী
অমরাবতীকে ছুঁয়েছে সময় খেয়া
দুই কূল জুড়ে সৃষ্টি রেখেছি ভরি।।