তুমি যে পথিক, পথ চলো আনমনে
সবুজ প্রকৃতি কোপাই নদী কে সঙ্গে নিয়ে।
তুমিই ভোরের ঝলমলে আলো।
কখনো তুমি মধ্যে দুপুরের গনগনে আঁচে দুরন্ত রোদ।
কখনো তুমি বাদলা মেঘে এক পশলা বৃষ্টির মতো,
নামহীন গোত্রহীন অধিকারে
নুপুর পায়ে ছোট্ট মেঘ বালিকা কে আদর সোহাগে দাও ভিজিয়ে।
বৃষ্টির ঝমাঝম শব্দে অস্ফুট স্বরে বলে ওঠো,
তুমি যেখানেই যাও আমি তোমার ছায়া সঙ্গী হয়েই আছি আর থাকবো আজীবন রামধনু রঙে সাজিয়ে।
তুমি পথিক, রোজ পথ চলো মনের আনন্দে, আমি তখন উড়ো মেঘে উড়ে চলি
হ্যামিলটনের বাঁশির সুরে সুখা কোন মরু প্রান্তে, ভিজিয়ে সবুজ করবো বলে।