দিনের ক্লান্তি শেষে সূর্য ঢলে পড়ে
সন্ধ্যার ছাঁয়া নামে,
তারা ভরা আকাশে চাঁদ একাকী –জাগে,
প্রতীক্ষায় ক্ষয়ে ক্ষয়ে ম্লান চাঁদের ক্ষীণ আলো মিলিয়ে যায় রাত্রি শেষে…
বেদনায় অভিমানে তারাদের সাথে।
চাতকীর ডাকে মেঘবালিকা ভেসে আসে,
জলভরা সজল আঁচলে আকাশ মুখ ঢাকে
ব্যকুল হৃদয় কানপাতে —
কোন এক পথিকের পদশব্দ খোঁজে পথের বাঁকে ।
প্রান্তিক পথ-রেখা থমকে দাঁড়ায় অপেক্ষার দ্বারে,
ঘড়ির পেন্ডুলামে দুলে দুলে
আটকে যায় সময়ের কাটা, কত রাত শেষ হয়— কত প্রদীপ জ্বলে জ্বলে নিভে যায় শিখা ।
রাত জাগা দগ্ধ স্মৃতির উদাসী বেদনায়
স্বপ্ন মঞ্জুরী ঝরে যায় হৃদয়ের আঙিনায়,
সুরভি কামনায় উন্মুখ প্রেয়সীর যাতনা…!
পথিক এলো কী পথ চিনে…
বাউরী বাতাসে উড়িয়ে আনে সুখ শিহরণ
চঞ্চল আঁখি বিজলী হানে
চাপা ঠোঁটে হাসি ফোঁটে —
নিশি গন্ধা,কামিনী স্বপ্ন চূড়ায় দ্যূতি ছড়ায় সুবাস লুটায়…
ভৈরবী সুর বাজে উদ্বেলিত প্রাণের বীণায়,
প্রেমময় ঘোর লাগে চোখের কোণায় ।
পথিক এলে কী তবে ?
পদশব্দ শুনি মনের অলিন্দে,
সুখপাখি ডানা ঝাপটায় বিভাবরী অনুরাগ ছন্দে।
উপসী হৃদয় প্রস্ফুটিত গোলাপের মত শতদল মেলে..
সুরভি তার কস্তুরী গন্ধে মেশে আবেশে..
তুমি এলে তাই, যত সুখ ফিরে আসে
অপলক মুগ্ধ নয়নের কাজল ভিজে যায় প্রেমাশ্রুজলে ….।