চলতে চলতে হারিয়ে ফেলেছি পথ,
বলতে বলতে ভুলে গিয়েছি শপথ,
জানিনা কবে থামবে জীবন রথ;
খুঁজতে গিয়ে না হই যেন বিপথ।
পথের পাঁচালী শুনিয়েছেন যাঁরা,
অন্তিমে হয়েছেন সবাই সর্বহারা,
শুধু জীবনভর হননি তো মানহারা;
পথের গান শুনেছি-শুনিনি অন্তরা।
পথচলতি মানুষেরা জানেনা দিশা,
আঁধার দর্শনে মনে জাগে অমানিশা,
তবে চলতি পথে ভাবনা হলে খাসা;
অন্তিমেতে হয় না অকূলেতে ভাসা।
যদি কখনও চলার পথের বাঁকে-
জীবনে অধরা স্বপ্ন আঁকা থাকে,
সেই পথে দাঁড়াতেই হবে থমকে;
অধূরা পাওনা পেতে ডুববে শোকে।
তাই বাঁকা হোক পথ চলবে চিনে,
সরকারী নিয়ম নীতি সবকিছু মেনে,
তবু ভাবি কি আর হবে সব জেনে!
বাঁকা সোজা সব পথ এক মরণে।।