জানি তুমি কষ্ট সইতে ভালোবাসো,
নিজের কথা না ভেবে,
সকলের জন্য ভাবো।
একাকীত্বের ডানা মেলে,
ভাবুক মনে পানকৌড়ি ডুব দাও।
আলো আঁধারি আকাশে,
মেঘ কুড়িয়ে আনো।
এইভাবেই আমাদের পথ চলা, ভালো থাকা,
দূরে থেকেও মনে মনে তোমায় ভাবা,আপন মনে কথা বলা।
তুমি আমি বলি কতো কথা-
সব শেষ হয়েও,রয়ে যায় কিছু বলা।
আমরা দুজন শব্দ শ্রমিক,
শিখছি আজও,কথা বলার শিল্পকলা।