যখনি যমযাতনায় যায় যামিনী যোগীশ্বর
তখনি তব তরণীতে তোল তাপিত তনু তেজোময়।
মধুর মাভৈঃ মন্ত্রে মোর মহানিদ্রা মোচন
তমসায় তরঙ্গায়িত তোয়ধিতে তুমি তমোহর –
তমোঘ্ন, তুমি তো তরাস-তারণ,
তলালে তোল তুমি তনয়ে তীরে।
পতিতের পরান পতিতপাবন পরমহংস
থমকি থামাও থরথরানি ।
যখনি যমযাতনায় যায় যামিনী যোগীশ্বর
তখনি তব তরণীতে তোল তাপিত তনু তেজোময়।
মধুর মাভৈঃ মন্ত্রে মোর মহানিদ্রা মোচন
তমসায় তরঙ্গায়িত তোয়ধিতে তুমি তমোহর –
তমোঘ্ন, তুমি তো তরাস-তারণ,
তলালে তোল তুমি তনয়ে তীরে।
পতিতের পরান পতিতপাবন পরমহংস
থমকি থামাও থরথরানি ।