নষ্ট হয়ে যাওয়া কিছু পায়ের ছাপের মতোই আমিও প্রতিনিয়ত নষ্ট হয়ে চলেছি বেহিসেবী সময়ের অধঃপতনে,
হিংসার আলনাতে ভাঁজ করে রেখেছি বিশ্বাসের গুল্মলতাগুলোকে,
সুস্থ অনুভূতিকে অন্ধকারে ছুঁড়ে ফেলে
মাটি থেকে কিছু অস্থি মজ্জা কুড়িয়ে বন্ধ্যা জমিতে ছড়িয়েছি ভালোবাসার দানা,
বাঁধতে লেগেছি বিগত সময়ের স্বাধীন স্মৃতিগুলোকে,
অস্থিরতার নেই কোনো পরিসমাপ্তি
ভয়স্পন্দিত হৃৎপিণ্ড মাইক্রোর মতই ক্ষুদ্র হতে শুরু করেছে,
সর্বহারা সংশয় সকল নিরবতার অবসান ঘটিয়ে কলমমুখর হয়ে উড়াল দিয়েছে সম্ভাব্য বিস্ময়ের বিষন্ন অসীমে,
রাতের সকল মাদকতা নিংড়ে, নির্ঘুম চোখ ডুবসাঁতার দিয়ে চলে অনন্ত নীল অপরাজিতার কামনার্ত ঘ্রাণে।