ঝমঝমাঝম বৃষ্টি পড়ে মেলা,
মুষলধারে শ্রাবণ দুপুর বেলা।
খুকু মণি বেজায় খুশি তাতে,
কাগজ নৌকা বানায় ত্বরা হাতে।
উঠান মাঝে জমা জলের ‘পরে,
ভাসায় নৌকা আনন্দে মন ভরে।
তিরতিরিয়ে নৌকা চলে ভেসে,
খুকু সুখে হাততালি দেয় হেসে।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে মেলা,
মুষলধারে শ্রাবণ দুপুর বেলা।
খুকু মণি বেজায় খুশি তাতে,
কাগজ নৌকা বানায় ত্বরা হাতে।
উঠান মাঝে জমা জলের ‘পরে,
ভাসায় নৌকা আনন্দে মন ভরে।
তিরতিরিয়ে নৌকা চলে ভেসে,
খুকু সুখে হাততালি দেয় হেসে।